bn_tw/bible/names/jezebel.md

1.6 KiB

ঈষেবল

ঘটনা:

ঈষেবল ছিল ইস্রায়েলের রাজা আহাবের মন্দ স্ত্রী ৷

  • ঈষেবল আহাব ও অন্য সকলকে মূর্তি পূজায় উত্সাহিত করে ৷
  • সে ঈশ্বরের অনেক ভাববাদীদের মেরে ফেলে
  • ঈষেবল নাবত নামের এক সরল মানুষ কে হত্যা করে যাতে আহাব তার দ্রাক্ষা ক্ষেত্র হরপ করতে পরে ৷
  • ঈষেবল মন্দ কাজের শেষ সীমানায় পৌছায় ৷ ইলিসা ভাববাদী যা ভাববাণী করেছিলেন তার মৃত্যু সম্পর্কে ঠিক তাই ঘটছিল ৷

(অনুবাদের পরামর্শ : নামের অনুবাদ)

(অবশ্য দেখুন: আহাব, ইলিসা, মিথ্যা দেবতা)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H348, G2403