bn_tw/bible/names/cyrus.md

2.1 KiB

কোরস রাজা

তথ্য:

কোরস ছিলেন একজন পারস্য রাজা যিনি 550 খ্রিষ্টপূর্বাব্দে সামরিক বিজয় মাধ্যমে পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন. ইতিহাসে তিনি মহান কোরস নামেও পরিচিত ছিলেন.

  • রাজা কোরস বাবিলের শহর জয় করেছিলেন, এই কারণে ইস্রায়েলীয়দের মুক্ত করা হয়েছিল, যাদেরকে সেখানে নির্বাসনে রাখা হয়েছিল.
  • কোরস তার জয়যুক্ত জাতিগুলোর প্রতি তাঁর সহনশীল মনোভাবের জন্য বিখ্যাত ছিল. যিহুদিদের প্রতি তাঁর উদারতা নির্বাসনের পর যিরূশালেমের মন্দির পুনর্নির্মাণের দিকে পরিচালিত করেছিলেন.
  • যখন দানিয়েল, ইষ্রা ও নহিমিয় জীবিত ছিলেন তখন কোরসের রাজত্ব করেছিলেন.

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(আরো দেখুন: দানিয়েল, দারিয়াবস, ইষ্রা, নহিমিয়, পারস্য দেশ)

বাইবেল উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strong's: H3566