bn_tw/bible/names/darius.md

1.6 KiB

দারিয়াবস

তথ্য:

দারিয়াবস পারস্যের বিভিন্ন রাজার নাম ছিল. ইহা সম্ভব যে "দারিয়াবস" একটি নাম ছাড়া একটি শিরোনাম ছিল.

  • "মাদীয়র দারিয়াবস" এমন একজন রাজা ছিলেন যিনি ভাববাদী দানিয়েলকে ঈশ্বরের উপাসনা করার জন্য শাস্তি হিসেবে সিংহের গর্তে ফেলে দিয়েছিলেন।
  • "পারস্যর দারিয়াবস" ইষ্রা ও নহিমিয়ের সময়ে যিরূশালেমে মন্দিরের পুনর্গঠন সহজতর করার জন্য সাহায্য করেছিল.

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: পারস্য, ব্যাবিলন, দানিয়েল, ইষ্রা, নহিমিয়)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H1867, H1868