bn_tw/bible/names/jehu.md

2.5 KiB

যেহূ

ঘটনা

পুরাতন নিয়মে যেহূ নামের দুজন ব্যাক্তি ছিলেন ৷

  • হননিয়ের পুত্র যেহূ ছিলেন এক ভাববাদী ইস্রায়েল রাজা আহাবের এবং যিহুদার রাজা যিহোশাফটের আমলে ৷
  • যেহূ, যিহোশাফটের পুত্র (বংশধর) ছিল ইস্রায়েলের সেনাপ্রধান যিনি ভাববাদী ইলীসা দ্বারা অভিষিক্ত রাজা ৷
  • রাজা যেহূ দুইজন মন্দ রাজা, ইস্রায়েল রাজা যোরাম ও যিহুদার রাজা আহসিয়কে হত্যা করেছিলেন ৷
  • রাজা যেহূ পূর্বের রাজা আহাবের আত্তিয়দেরও হত্যা করেন এবং মন্দ রানী ঈষেবলকেও হত্যা করেন ৷
  • রাজা যেহূ সমরিয়ার বাল দেবের সমস্ত মন্দীরগুলো ধ্বংস করেন এবং বালের সমস্ত ভাববাদীদেরও হত্যা করে ৷
  • রাজা যেহূ কেবল সত্য ঈশ্বরের, যিহোবার সেবা করতেন, এবং আঠাশ বছর ইস্রায়েলের রাজা ছিলেন ৷

অনুবাদে পরামর্শ : নামের অনুবাদ)

অবশ্য দেখুন: আহাব, আহসিয়, বাল, ইলীসা, যিহোশাফট, যেহূ, ইষেবেল, যোরাম, যিহুদা, সমরিয়

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3058