bn_tw/bible/names/jehoshaphat.md

2.1 KiB

যিহোশাফট

বিষয়বস্তু:

পুরাতন নিয়মে অন্তত দুইজন লোকের নাম যিহোশাফট ছিল।

  • এই নামের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ছিলেন রাজা যিহোশাফট যিনি যিহূদার উপরে রাজত্ব করার জন্য চতুর্থ রাজা ছিলেন।
  • তিনি যিহূদা ও ইস্রায়েলের মধ্যে শান্তি পুনরুদ্ধার করেন এবং মিথ্যা দেবতাদের সমস্ত বেদী ধ্বংস করেন৷
  • আরেকজন যিহোশাফট ছিলেন যিনি দায়ূদ ও শলোমনের জন্য “লেখক” ছিলেন। তাঁর কাজ ছিল রাজার জন্য নথি লেখা এবং তাতে সাক্ষর করানো এবং রাজ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলির ইতিহাসকে লিখে রাখা।

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করবেন)

(দেখুন: বেদি, দায়ূদ, মিথ্যা ঈশ্বর, ইস্রায়েল, যিহূদা, যাজক, শলোমন)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3092, H3146, G2498