bn_tw/bible/kt/altar.md

3.3 KiB

বেদী, যজ্ঞবেদী

সংজ্ঞা:

যজ্ঞবেদী ছিল একটি উঁচু কাঠামো যেটায় ইস্রায়েলীয়রা পশু এবং শস্য পুড়িয়ে নৈবেদ্য হিসাবে ঈশ্বরকে উৎসর্গ করত |

  • বাইবেলের সময় কালীন, সাধারণ যজ্ঞবেদী প্রায়ই বানানো হত ঢিবি করা ধুলো দিয়ে বা সাবধানে কোন বড় পাথার স্থাপন করে বানানো হত একটা দৃঢ স্তূপ |
  • কিছু বিশেষ ধরনের বাক্স-আকারের যজ্ঞবেদী আছে যা কাঠের ওপর সোনা, পিতল, বা ব্রোজ্ঞের দিয়ে মুড়ে তৈরী |
  • অন্য লোকেদের দলও যারা ইস্রায়েলীয়দের কাছাকাছি বাস করত তারাও যজ্ঞবেদী বানিয়ে তাদের দেওতাদের কাছে বলি উৎসর্গ করত |

(এছাড়াও দেখুন: যজ্ঞবেদীর ধূপ, মিথ্যা দেবতা, শস্য উৎসর্গ, বলি উৎসর্গ)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 03:14 নোহ জাহাজ থেকে নামার পর, তিনি একটি যজ্ঞবেদী নির্মান করেছিলেন এবং প্রত্যেক প্রজাতির কিছু পশুবলি দিয়েছিলেন যা বলির জন্য ব্যবহার করা যেত |
  • 05:08 যখন তারা বলি উৎসর্গের জায়গায় পৌছল, আব্রাহাম তার ছেলে ইসহাককে বাঁধলো এবং যজ্ঞবেদীর উপর শুইয়ে দিল |
  • 13:09 একজন পুরোহিত পশুটিকে মারবে এবং যজ্ঞবেদীর উপর পোড়াবে |
  • 16:06 যেখানে দেবতার যজ্ঞবেদী ছিল তার কাছে, তিনি (গিদিয়োন) এক নতুন যজ্ঞবেদী নির্মান করে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলেন এবং বলিদান করলেন |

শব্দ তথ্য:

  • Strong's: H741, H2025, H4056, H4196, G1041, G2379