bn_tw/bible/other/altarofincense.md

1.8 KiB

ধূপের বেদী, ধূপ বেদী

ঘটনা:

ধূপ বেদীটা ছিল একটি কাঠের আসবাব যেটার উপর পুরোহিত ধূপ জ্বালাত ঈশ্বরের কাছে নৈবেদ্য হিসাবে | এটাকে সোনার বেদী বলেও ডাকা হত |

  • ধূপের বেদীটা কাঠ দিয়ে বানানো হয়েছিল, এবং তার উপরটা এবং আশপাশটা সোনা দিয়ে মোড়া ছিল | এটা প্রায় আধ মিটার লম্বা, আধ মিটার চওড়া এবং এক মিটার উঁচু ছিল |
  • প্রথম অবস্থায় এটা পবিত্র তাঁবুতে ছিল | তারপর এটাকে মন্দিরে রাখা হয়েছিল |
  • প্রত্যকে সকালে এবং সন্ধ্যায় একজন পুরোহিত এটার উপর ধূপ জ্বালত |
  • এটি এইভাবেও অনুবাদ করাযায় যেমন “ধুপ জ্বালানোর জন্য বেদী” বা “সোনার বেদী” বা “ধূপ দহনকারী” বা “ধূপের মেজ |”

(অনুবাদের পরামর্শ: কীভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: ধূপ

বাইবেলের তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4196, H7004, G2368, G2379