bn_tw/bible/names/ahaziah.md

1.8 KiB

আহসিয়

ঘটনা

আহসিয় নাম দুজন রাজা ছিল: একজন ইস্রায়েল উপর রাজ্যে রাজত্ব করেছিল এবং অন্যজন যিহূদার উপর রাজত্ব করেছিল |

  • যিহূদার রাজ আহসিয় ছিল রাজা যিহোরামের ছেলে | সে একবছরের জন্য রাজত্ব করেছিল (৮৪১ খ্রী:পূর্ব) এবং তারপর সে নিহত হয় যেহূ-র দ্বারা | আহসিয়ের ছেলে যোয়াশ শেষপর্যন্ত তার জায়গা নিল রাজা হিসাবে |
  • ইসরায়েলের রাজা আহসিয় ছিল রাজা আহাবের ছেলে | সে দুবছর রাজত্ব করেছিল (850-49 খ্রী:পূর্ব) | তিনি পড়ে গিয়ে আহত হয়ে মারা যান এবং তার ভাই যিহোরাম রাজা হলেন |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: যেহূ, আহাব, যারবিয়াম, যিহোয়াস)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H274