bn_tw/bible/names/jeroboam.md

4.2 KiB

যারবিয়াম

ঘটনা

যারবিয়াম নিবতের পুত্র ছিলেন উত্তরাংশ ইস্রাইলের প্রথম রাজা যে 900-910 খ্রিষ্ট পূর্বাব্দে শাসন করেন ৷ অন্য এক যারবিয়াম রাজা যিহোশ এর পুত্র, ১২০ বছর পরে ইস্রায়েল শাসন করেন ৷

  • সদাপ্রভু নবাতের পুত্র যারবিয়ামকে এক ভবিস্যত বাণী বলেন যে তিনি রাজা সলোমন এর পরে রাজা হয়ে ইস্রায়েলের দশ গোষ্ঠীকে শাসন করবেন ৷
  • যখন রাজা সলোমন মারা গেলেন, তখন উত্তরাংশে ইস্রায়েলের দশ গোষ্ঠী রাজা সলোমনের পুত্র রহবিয়াম বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তার পরিবর্তে যারবিয়াম রাজা হন, রহবিয়াম দক্ষিনংশ যিহুদার দুই গোষ্ঠী যিহুদা ও বিন্নামিনদের রাজা হন ৷
  • যারবিয়াম একজন মন্দ রাজা হন যে কিনা প্রজাদের সদাপ্রভুহীন আরাধনা করেন তার পরিবর্তে মূর্তি পূজার প্রচলন করেন ৷ ইস্রায়েলের অন্য রাজারাও যারবিয়ামের উদাহরণ স্বরূপ তার পথ অনুসরন করে মন্দ রাজার হন তারই মত ৷
  • প্রায় ১২০ বছর পর, অন্য রাজা যারবিয়াম ইস্রায়েলের উত্তর রাজ্য শাসন করেন ৷ এই রাজা যারবিয়াম ছিল রাজা যিহোশের পুত্র এবং ইস্রায়েলের পূর্বের রাজাদে মতই ছিল পাপী ৷
  • ইস্রাইলিয়দের ঘৃণ্য পাপের প্রতি, ঈশ্বর তার দয়া দেখালেন এবং এই রাজা যারবিয়ামকে তার প্রদেশের সীমারেখা দিতে সাহায্য করলেন ৷

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(অবশ্য দেখুন: মিথ্যা ঈশ্বর, ইস্রায়েল রাজ্য](../names/kingdomofisrael.md), যিহুদা, সলোমন

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 18:08 ইস্রায়েলের অন্য দশ গোষ্ঠীর জাতি রহবিয়ামের বিরোধিতা করে এক ব্যাক্তি নাম যারবিয়ামকে তাদের রাজা নিযুক্ত করেন ৷
  • 18:09 যারবিয়াম ঈশ্বরের বিরুদ্ধে যান এবং মানুষের পাপের কারণ হন ৷ সে দুটি মূর্তি বানান যাতে লোকেরা যিহুদার জীবন্ত ঈশ্বরের আরাধনা না করে ঐ মূর্তির আরাধনা করে ৷

শব্দ তথ্য:

  • Strong's: H3379