bn_tw/bible/names/joram.md

1.8 KiB

যোরাম

ঘটনা:

আহাবের পুত্র যোরাম ছিল ইস্রায়েলের রাজা ৷ কখন কখনো তাকে যিহোরাম নামেও ডাকা হতো ৷

  • ইস্রায়েলের রাজা যোরাম রাজ্য শাসন করছিলেন একই সময় যিহূদার রাজা যিহোরাম ওরাজ্য শাসন করছিলেন
  • যোরাম ছিল এক মন্দ রাজা যে কিনা মিথ্যা দেবতার আরাধনা করত আর তাই ইস্রায়েল অপাপে পতিত হয়৷
  • রাজা যোরাম ইস্রায়েল রাজত্ব করেছেন যখন ভাববাদী ইলিশা ও অবদিও ছিলেন ৷
  • অন্য এক যোরাম ছিল হামতের রাজা তু এর পুত্র আর তখন দায়ুদ রাজা ছিলেন ৷

(অনুবাদের পরামর্শ : নামের অনুবাদ)

(অবশ্য দেখুন : আহাব, ইলিশা, হামত, যিহোরাম, ইস্রায়েলের রাজা, যিহুদা)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H3088, H3141, G2496