bn_tw/bible/names/jehoram.md

2.7 KiB

যিহোরাম , যোরাম

ঘটনা:

“যিহোরাম” নামে পুরাতন নিয়মে দুজন রাজা ছিল ৷ দুই রাজাই “যোরাম” নামে পরিচিত ছিল ৷

  • এক রাজা যিহোরাম আট বছর যিহুদা রাজ্য শাসন করেছিলেন ৷ তিনি ছিলেন রাজা যিহোশাফটের পুত্র ৷ ইনিই সেই রাজা যে কিনা যিহোরাম নামে বেসি পরিচিত ছিল ৷
  • অন্য রাজা যিহোরাম যে বারো বছর ইস্রাইল শাসন করেছিলেন ৷ তিনি রাজা আহাব এর পুত্র ছিলেন ৷
  • রাজা যিহোরাম ভাববাদী যিরমিয়, দানিয়েল,ওবদিয়, ও যিহিস্কেলদের ভাববাণী করার আমলে যিহুদা শাসন করেছিলেন ৷
  • রাজা যিহোরাম অবশ্য পিতা যিহোসাফটের যিহুদা শাসনকালেও কিছুদিন রাজ্য শাসন করেছিলেন ৷
  • কিছু অনুবাদে হয়ত “যিহোরাম” নামের ব্যবহার অনবরত করা হয়েছে যখন ইস্রায়েল এর রাজাকে উল্লেখ করা হয় এবং “যোরাম” নামটি জিহুদার রাজা হিসেবে ৷
  • সহজ রূপে অন্য ভাবে প্রত্যেক নামকে সনাক্ত করা যায় তার পিতর নামের দ্বারা ৷

(অনুবাদের পরামর্শ : কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন : আহাব, যিহোশাফট, যোরাম, যিহুদা, ইস্রায়েল এর রাজ্য](../names/kingdomofisrael.md), ওবদিয়)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3088, H3141, G2496