bn_tw/bible/names/hamath.md

2.3 KiB

হমাত, হমাতিয়রা, লেব হমাত

ঘটনা :

হমাত দক্ষিন সিরিয়ার খুবই গুরুত্বপূর্ণ শহর কনানের দক্ষিন দিকে অবস্তিত। হামাতিযরা নোহর পুত্র কনানের বংসধর।

  • “লেব হমাত ” নামটি মনে হয় পাহাড়ের গায়ে লেব হমাতের কথা বলা হয়েছে ।

কিছু সংস্করণ এই ভাবে অনুবাদ করা আছে “লেব হমাত” বলতে “হমাতের প্রবেশ পথ কে বলা হয়” ।

  • রাজা দায়ুদ হমাতের রাজা তয়ীর সমস্ত সত্রুদেরকে পরাস্ত করেছিলেন যেন এক ভালো সম্পক গড়ে উঠে ।
  • হমাত হচ্ছে শলোমনের এক অরত যেখানে সমস্ত রসদ রাখা হত ।
  • হামত শ হরটি যেখানে রাজা সিদকিয নাবুখোদ রাজার দ্বারা বদ হয়েছিল এবং মিসরের ফরর দ্বারা রাজা জেহাহ্জাজ বন্ধি হয়েছিল ।
  • সব্দটি “হামত” অনুবাদ করা হয় “যিনি হামত শহরে থাকেন”

(অনুবাদের প্রসঙ্গ নামের অনুবাদ)

(আরো দেখো : বাবিলন, কনান, নবুখাদনেজোর, সিরিয়া, সিদকিয়াহ)

বাইবেলের পদগুলি :

শব্দ তথ্য:

  • Strong's: H2574, H2577