bn_tw/bible/names/rachel.md

2.0 KiB

রাহেল

তথ্য:

রাহেল ছিল যাকোবের আরো এক স্ত্রী. সে ও তার বোন লেয়া লাবনের কন্যা ছিল, যাকোবের কাকা .

  • রাহেল যোষেফ এবং বিন্যামীনের মা ছিলেন, যার বংশধরেরা ইস্রায়েলীয়দের দুইটি গোষ্ঠী হয়ে উঠেছিল.
  • অনেক বছর ধরে রাহেল এর কোনো সন্তান ছিল না তারপর ঈশ্বর তাকে জোসেফ জন্ম দিতে সক্ষম করিলেন।
  • কয়েক বছর পরে, তিনি বিন্যামীনকে জন্ম দিলেন, রাহেল মারা গেলেন, এবং যাকোব বেথলেহেমের কাছে তার কাছে কবর দিল.

(অনুবাদ প্রস্তাবনাগুলি: কেমন করে নাম গুলি অনুবাদ করতেহয়)

(আরো দেখো: বৈথলেহেম, যাকোব, লাবান, লেয়া, [যোসেফ , ইস্রায়েল জাতির বারো গোষ্ঠী)

বাইবেল সম্পর্কিত তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H7354, G4478