bn_tw/bible/names/bethlehem.md

2.8 KiB

বৈৎলেহম, ইফ্রাথা

প্রকৃত ঘটনা

বৈৎলেহম ছিল ইস্রায়েলের দেশের একটা ছোট্ট শহর, যিরুশালেম শহরের কাছে | এটা “ইফ্রাথা” হিসাবে পরিচিত ছিল, যা সম্ভবত এটার আসল নাম ছিল |

  • বৈৎলেহমকে “দায়ুদের শহর” বলে ডাকা হত, যেহেতু রাজা দায়ুদ সেখানে জন্মে ছিল |
  • ভাববাদী মীখা বলেছিলেন যে মশীহ (অভিষিক্ত) বৈৎলেহম-ইফ্রাথা থেকে আসবেন |
  • সেই ভাববাণী পূর্ণ করার জন্য, অনেক বছর পর, যীশু বৈৎলেহমে জন্মে ছিলেন |
  • “ বৈৎলেহম” নামটার অর্থ “রুটির ঘর” বা “খাবারের ঘর |”

(এছাড়াও দেখুন : কালেব, দায়ুদ, মীখা)

বাইবেল তথ্যসূত্র :

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 17:02 দায়ুদ বৈৎলেহম শহরের একজন মেষপালক ছিলেন |
  • 21:09 ভাববাদী যিশাইয় ভবিষ্যতবাণী করছিলেন যে মশীহ একজন কুমারী থেকে জন্মাবেন | ভাববাদী মীখা বলেন যে তিনি বৈৎলেহম শহরে জন্মাবেন |
  • 23:04 যোসেফ এবং মরিয়মকে দীর্ঘ যাত্রা করেছিলেন যেখানে তারা বসবাস করতেন নাসরৎতে সেখান থেকে বৈৎলেহমে কারণ তাদের পূর্বপুরুষ ছিল দায়ুদ যাঁর আদি শহর ছিল বৈৎলেহম |
  • 23:06 "সেই মশীহ, সেই মালিক, জন্মে ছিলেন বৈৎলেহমে |”

শব্দ তথ্য:

  • Strong's: H376, H672, H1035, G965