bn_tw/bible/names/micah.md

3.1 KiB

মীখা

ঘটনা:

মীখা ছিল একজন যিহুদা দেশের ভাববাদী যীশুর জন্মের 700 বছর আগে, যখন ভাববাদী যিশাইয়ও যিহুদায় সেবা কার্য করছিলেন | অন্য আরেক জন লোকের নাম মীখা ছিল, বিচারকর্ত্তৃগনের সময় বাস করতেন |

  • মীখা বইটা পুরাতন নিয়মের শেষের কাছাকাছি বই |
  • মীখা ভবিষ্যত বাণী করেছিলেন অশুরিয়া দ্বারা শমরিয়া ধ্বংসের কথা |
  • ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য মীখা যিহুদার লোকেদের ধমক দিয়েছিলেন এবং সাবধান করেছিলেন যে তাদের শত্রু তাদের আক্রমন করবে |
  • তাঁর ভবিষ্যত বাণী শেষ হয় ঈশ্বরে আশা রাখার বার্তা দিয়ে, যিনি বিশ্বস্ত এবং তাঁর লোকেদের রক্ষাকর্তা |
  • বিচারকর্ত্তৃগনের বইতে, গল্পে একজন লোকের কথা বলা হয়েছে যার নাম মীখা বাস করত ইফ্রয়িমে যে রুপো থেকে একটা মূর্তি বানিয়ে ছিল | একজন যুব লেবীয় যাজক যে এসেছিল তার সঙ্গে থাকতে, মূর্তি চুরি এবং অন্য জিনিস চুরি করতে এবং ................................ শেষপর্যন্ত দানীয়রা এবং সেই যাজক লাখীশ শহরে স্থায়ী হলেন এবং তারা সেই একই রুপোর মূর্তি স্থাপন করলেন পুজো করার জন্য |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: অশুরিয়া,দান,ইফ্রয়িম,দেবতা,যিশাইয়,যিহুদা,বিচারকর্ত্তৃগন,লেবীয়,যাজক,ভাববাদী,শমরিয়া,রুপো)

অবিবেল তথ্যসূত্র:

{{tag>publish ktlink}

শব্দ তথ্য:

  • Strong's: H4316, H4318