bn_tw/bible/names/levite.md

2.4 KiB

লেবী, লেবীয়, লেবীয়রা, লেবীগোত্রীয়

সংজ্ঞা:

লেবী ছিল যাকোবের বারো সন্তানের একজন বা ইস্রায়েল | “লেবীয়” শব্দটা উল্লেখ করে একজন ব্যক্তিকে যে ইস্রায়েলীয় জাতির সদস্য যার বংশধর ছিল লেবী |

  • লেবীয়রা মন্দিরের দেখাশুনার এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের দায়িত্বে ছিল, বলিদান উৎসর্গ এবং প্রার্থনাও অন্তর্গত ছিল |
  • সমস্ত যিহুদী যাজকরা ছিল লেবীয়, লেবী বংশধর থেকে এবং লেবী জাতির অংশ থেকে | (তবে, সমস্ত লেবীয় যাজক ছিল না |)
  • লেবীয় যাজকরা ছিল পৃথকীকৃত এবং উৎসর্গীকৃত মন্দিরে ঈশ্বরের সেবার বিশেষ কাজের জন্য |
  • দুজন অন্য মানুষের নাম “লেবি” যারা যীশুর পূর্বপুরুষ ছিল এবং তাদের নামগুলো লূক সুসমাচারের বংশ তালিকায় আছে |
  • যীশুর শিষ্য মথিকেও লেবি বলে ডাকা হত |

(এছাড়াও দেখুন: মথি, যাজক, বলিদান, মন্দির, ইস্রায়েলের বারো জাতি)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3878, H3879, H3881, G3017, G3018, G3019, G3020