bn_tw/bible/names/matthew.md

1.5 KiB

মথি, লেবি

ঘটনা:

মথি ছিল সেই বারো জনের একজন যা যীশু বেছে নিয়েছিলেন তাঁর প্রেরিত হিসাবে| সে লেবি হিসাবেও পরিচিত ছিল, ....................................

  • লেবি (মথি) ছিল কফরনাহূমের একজন করগ্রাহী যীশুর সঙ্গে দেখা হওয়ার আগে|
  • মথি সুসমাচার লিখে ছিলেন যা তার নাম প্রকাশ করে |
  • বাইবেলে আরও অনেক লোক ছিল যাদের নাম লেবি |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: প্রেরিত,লেবীয়,করগ্রাহী)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G3017, G3156