bn_tw/bible/names/ephraim.md

2.1 KiB

ইফ্রয়িম, ইফ্রয়িমীয়, ইফ্রয়িমীয়রা

তথ্য:

ইফ্রয়িম যোষেফের দ্বিতীয় ছেলে ছিল| তার বংশধররা, ইফ্রয়িমীয়রা, ইস্রায়েলের বারো গোষ্ঠীর এক দল|

  • ইফ্রয়িম গোষ্ঠী ছিল দশ গোষ্ঠীর এক দল যেটা ইস্রায়েলের উত্তর অংশে অবস্থিত|
  • কোনো কোনো সময় ইফ্রয়িমের নাম বাইবেলে ব্যবহৃত হয়েছে যা ইস্রায়েলের সমগ্র উত্তর অংশকে বোঝানো হয়েছে| (দেখো: লক্ষণা)
  • ইফ্রয়িম ছিল সম্ভবত এক পর্বতময় জায়গায় বা পাহাড়ি এলাকায়, প্রসঙ্গের ওপর নির্ভর করে “ইফ্রয়িমের পাহাড়ি দেশ” বা “ইফ্রয়িমের পাহাড়ি এলাকা”|

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলি অনুবাদিত হবে)

(আরো দেখো: ইস্রায়েল রাজত্ব, ইস্রায়েলের বারো গোষ্ঠী)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H669, H673, G2187