bn_tw/bible/names/leah.md

1.8 KiB

লেয়া

ঘটনা

যাকোবের স্ত্রীর মধ্যে লেয়া ছিল একজন | সে ছিল যাকোবের দশ ছেলের মা এবং তাদের উত্তরপুরুষ ইস্রায়েলের বারো গোষ্ঠীর মধ্যে দশটি ছিল |

  • লেয়ার বাবা ছিল লাবন, যিনি ছিলেন যাকোবের মা রেবেকার ভাই |
  • যাকোব লেয়াকে ভালবাসতো না যেমন সে তার আরেক স্ত্রী, রাহেলকে ভালোবাসতো, কিন্তু ঈশ্বর লেয়াকে অনেক সন্তান দিয়ে প্রচুর পরিমানে আর্শিবাদ করলেন |
  • লেয়ার ছেলে ছিল রাজা দাউদের এবং যীশুর বংশধর |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: যাকোব, যিহুদা, লাবন, রাহেল,রেবেকা, ইস্রায়েলের বারো জাতি)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3812