bn_tw/bible/names/laban.md

1.9 KiB

লাবন

ঘটনা:

পুরাতন নিয়মে, লাবন ছিল যাকোবের মামা এবং শশুর |

  • যাকোব লাবনের পরিবারের সঙ্গে পদ্দন-অরামে বাস করেতেন এবং লাবনের মেয়েদের বিয়ে করার শর্তে তার মেষ এবং ছাগল দেখা শুনার কাজ করতেন |
  • যাকোবের পছন্দ ছিল লাবনের মেয়ে রাহেলকে তার স্ত্রী হিসাবে |
  • লাবন যাকোবকে প্রতারণা করে এবং রাহেলকে তার স্ত্রী হিসাবে দেওয়ার আগে তার বড় মেয়ে লেয়াকে প্রথমে তার সঙ্গে বিয়ে দেয় |

(অনুবাদের পরামর্শ: কীভাবে নামের অনুবাদ করতে হয়

(এছাড়াও দেখুন: যাকোব, নাহর, লেয়া, রাহেল)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3837