bn_tw/bible/names/nahor.md

1.3 KiB

নাহোর

ঘটনা:

নাহোর ছিল আব্রাহামের দুজন আত্মীয়ের নাম, তাঁর দাদু এবং ভাইয়ের নাম |

  • আব্রাহামের ভাই নাহোর ছিল ইসহাকের স্ত্রী রেবেকার দাদু |
  • “ নাহোরের শহর” বাক্যাংশটার মানে হতে পারে “সেই শহর যার নাম নাহোর” বা সেই শহর যেখানে নাহোর বাস করত” বা “ নাহোরের শহর |”

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: আব্রাহাম,রেবেকা)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5152, G3493