bn_tw/bible/names/josephot.md

3.7 KiB

যোসেফ (পুরাতন নিয়ম)

ঘটনা:

যোসেফ ছিল যাকোবের একাদশতম সন্তান ও রাহেলের প্রথম সন্তান৷

  • যোসেফ ছিল তার পিতার প্রিয় পুত্র৷
  • তার ভাইয়েরা ছিল তার প্রতি ঈর্ষাপরায়ণ এবং তাকে তারা দাসত্বের জন্য বিক্রি করে দেয়৷
  • যখন তিনি মিশরে ছিলেন তখন মিথ্যা অভিযোগে জেলে বন্দী হন৷
  • এই অসহনীয় কষ্টের সময়েও, যোসেফ তার ঈশ্বরের দৃষ্টিতে বিশ্বস্ত ছিলেন৷
  • ঈশ্বর তাকে মিশরের দ্বিতীয়তম উচ্চ স্থানে বসালেন এবং তাকে ব্যাবহার করেছিলেন মিশরের মানুষকে আকালের হাত হতে মুক্ত করতে৷ মিশরের লোকেদের, এবং তার নিজের পরিবারকে, অনাহারের হাত থেকে বাঁচিয়েছেন

(অনুবাদের পরামর্শ: কিভাবে নমের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন : মিশর, যাকোব)

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 08:02 যোসেফের ভাইয়েরা তার প্রতি ঈর্ষা করত কারণ তাদের পিতা জোসেফকে বেশী ভালবাসতেন, অন্য কারণ হলো সকলের ওপর তার শাসন করার স্বপ্ন৷
  • 08:04 দাস ব্যবসায়ীরা তাকে কেনার পর মিশরে নিয়ে যায়৷
  • 08:05 এমনকি জেলেও যোসেফ ঈশ্বরের কাছে বিশ্বস্ত ছিলেন, আর ঈশ্বর তাকে আশির্বাদ করেছিলেন৷
  • 08:07 ঈশ্বর জোসেফকে স্বপ্ন অনুবাদ করে দেবার শক্তি দিয়েছিলেন, সেই কারণে ফ্যারাও তাকে কারাগার থেকে তার কাছে এনেছিলেন৷
  • 08:09 যোসেফ মানুষদের বলেছিলেন যেন তারা ফলন্ত সাত বছর বেশী পরিমানে খাদ্য সঞ্চয় করে৷
  • 09:02 মিশরীয়রা খুব বেশী দিন যোসেফকে মনে রাখেনি যে উপকার তিনি তাদের করেছিলেন৷

শব্দ তথ্য:

  • Strong's: H3084, H3130, G2500, G2501