bn_tw/bible/names/hoshea.md

2.1 KiB

হোশেয়

ঘটনা:

হোশেয় ইস্রায়েলের এক রাজার নাম ও পুরাতন নিয়মের অনেকের নাম ছিল৷

  • হোশেয় আলার পুত্র ইস্রায়েলের রাজা ছিলেন নয় বছর যিহুদার রাজা আহস ও হিস্কিয়র সময় কালে রাজত্ব করেছিলেন৷
  • যিহোশুয় নুনের পুত্রর পূর্বের নাম ছিল হোশেয়৷ মোশি অন্য এগারো জনের সঙ্গে গুপ্তচর হিসাবে কনানে পাঠাবার আগে তার নাম বদলে হোশেয় রাখেন৷
  • পরে মোশির মৃত্যুর পরে কনান দখল করার জন্য হোশেয় ইস্রায়েলিয়দের কনান দেশ দখল করার জ্য নেতৃত্ব দেন৷
  • অন্য একজনের নাম ছিল হোশেয় অসসিয়র পুত্র তিনি ছিলেন একজন ইফ্রিমিয়দের নেতা৷

(অনুবাদের পরামর্শগুলি: নামের অনুবাদ)

(অবশ্য দেখুন: আহস, কনান, ইফ্রিমিয়, হিস্কিয়, যহোশুয়, মোশি)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1954