bn_tw/bible/names/bethshemesh.md

1.7 KiB

বৈৎ-শেমশ

প্রকৃত ঘটনা:

বৈৎ-শেমশ একটা কনানীয় শহরের নাম ছিল যা যিরুশালেমের পশ্চিমে প্রায় 30 কিলোমিটার |

  • যিহোশূয়ের নেতৃত্বের সময়ে ইস্রায়েল এটি আটক করে |
  • বৈৎ-শেমশ ছিল একটা শহর যা আলাদা করে রাখা হয়েছিল লিবীয় যাজকদের বাস করার জন্য |
  • যখন পলেষ্টীয়রা আটক করা নিয়ম সিন্দুক যিরুশালেমে ফেরত পাঠাতে চায়, বৈৎ-শেমশ ছিল প্রথম শহর যেখানে তারা থামে |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন : নিয়ম সিন্দুক, কনান, যিরুশালেম, যিহোশূয়, /লেবীয়, পলেষ্টীয়)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H1053