bn_tw/bible/names/philistines.md

2.6 KiB

পলেষ্টীয়রা

তথ্য:

পলেষ্টীয়দের একটি সম্প্রদায় ছিল যারা ভূমধ্য সাগরের উপকূলে পলেষ্টীয় নামে পরিচিত একটি অঞ্চল দখল করেছিল. তাদের নামের অর্থ হলো "সাগরের মানুষ."

  • সেখানে পাঁচটি প্রধান পলেষ্টীয় শহর ছিল: অসদোদ,অস্কিলন,ইক্রন,গাত, এবং গাজা.
  • অসদোদ শহর পলেষ্টীয়র উত্তরে অবস্থিত ছিল এবং গাজা শহরটি দক্ষিণে অবস্থিত ছিল.
  • পলেষ্টীয়রা সম্ভবত ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধে অনেক বছর ধরে সুপরিচিত ছিল.
  • বিচারক শিমসন ঈশ্বরের কাছ থেকে অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে পলেষ্টীয়দের বিরুদ্ধে বিখ্যাত যোদ্ধা ছিলেন.
  • রাজা দাউদ প্রায়ই পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করটেন, সেই সময় যুবক হিসেবে যখন তিনি পলেষ্টীয়দের যোদ্ধা, গলিয়াদকে পরাজিত করেছিলেন.

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: অসদোদ, অস্কিলন, দাউদ, ইক্রন, গাত, গাজা, গলিয়াদ, লবন সমুদ্র)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H6429, H6430