bn_tw/bible/names/goliath.md

1.9 KiB

গলিয়াত

বিষয়বস্তু

পলেষ্টিয়দের সৈন্যদের মধ্য গলিয়াত খুবই লম্বা ও বৃহত আকারের একজন সৈন্য ছিল, যে দায়ূদের দ্বারা নিহত হয়েছিল৷

  • গলিয়াত দুই থেকে তিন মিটারের মধ্য লম্বা ছিল৷ তার বৃহত আকারের জন্য প্রায় সময়ই তাকে বৃহতকায় রূপে উল্লেখ করা হয়েছে৷
  • যদিও গলিয়াত দায়ূদের থেকে অনেক ভালো অস্ত্র ছিল ও আকারেও অনেক বড় ছিল, কিন্তু গলিয়াতকে পরাজিত করার জন্য ঈশ্বর দায়ূদকে শক্তি ও সমর্থ দিয়েছিলেন৷
  • দায়ূদের জয়লাভ গলিয়াতের উপরে ভিত্তি করে পলেষ্টিয়দের উপরে ইস্রায়েলীয়দের বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল৷

(অনুবাদের আভাস: কেমনভাবে নাম অনুবাদ করতে হয়)

(একই সঙ্গে দেখুন: দায়ূদ, পলেষ্টিয়)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1555