bn_tw/bible/names/gath.md

2.5 KiB

গাত, গাতীয়, গাতীতিয়রা

বিষয়বস্ত:

পলেষ্টিয়ের পাঁচটি বড় শহরের মধ্যে গাত একটি বড় শহর৷ এটি ইক্রনের উত্তরে এবং আস্দদের ও আশ্কেলনের পূর্ব দিকে অবস্থিত ছিল৷

  • পলেষ্টিয় যোদ্ধা গলিয়াৎ গাত শহরের লোক ছিলেন৷
  • শমূয়েলের সময়ে পলেষ্টিয়রা ইস্রায়েল থেকে সাক্ষ্য সিন্দুক চুরি করে আস্দদে তাদের অর্থাৎ পরজাতিদের মন্দিরে নিয়ে যায়৷ তখন এটিকে গাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে আস্দদে নিয়ে যাওয়া হয়৷ কিন্ত ঈশ্বর সেই সমস্ত শহরের লোকদের মহামারী দ্বারা আঘাত করেছিলেন, তাই তারা সেটিকে আবার ইস্রায়েলে পাঠিয়ে দিয়েছিল৷
  • যখন দায়ূদ রাজা শৌলের কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি গাতে পালিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি তাঁর দুই স্ত্রী ও ছয়শ লোক যারা তাঁর প্রতি অনুগত ছিল তাদের সঙ্গে কিছু দিন ছিলেন৷

(অনুবাদের আভাস: নামের অনুবাদ)

(একই সঙ্গে দেখুন: আস্দদ, আশ্কেলন, ইক্রণ, গাজা, গলিয়াৎ, পলেষ্টিয়)

বাইবেলের পদ:

শব্দ তথ্য:

  • Strong's: H1661, H1663