bn_tw/bible/names/ashdod.md

2.0 KiB

অসদোদ, .অজোটুস

প্রকৃত ঘটনা :

অসদোদ ছিল পলেষ্টীয়ের পাঁচটি খুব গুরুত্বপূর্ণ শহরের মধ্যে একটি | এটি কনানের দক্ষিন-পূর্বে ভুমধ্যসাগরের কাছে অবস্থিত, ঘসা এবং জোফা শহরের মাঝামাঝি |

  • পলেষ্টীয়দের মিথ্যা দেবতা দাগোনের মন্দির অসদোদে অবস্থিত ছিল |
  • ঈশ্বর গুরুতরভাবে অসদোদের লোকেদের শাস্তি দেন যখন পলেষ্টীয়রা নিয়ম সিন্দুক চুরি করল এবং সেটা অসদোদের পৌত্তলিক মন্দিরে রাখল |
  • এই শহরের গ্রীক নাম হল অজোটুস | এটা ছিল অনেক শহরের মধ্যে একটা যেখানে প্রচারক ফিলিপ সুসমাচার প্রচার করেছিলেন |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: ইক্রোণ, গাত, জোফা, ফিলিপ, পলেষ্টীয়)

বাইবেল তথ্যসূত্র:

{{tag>publish ktlink}

শব্দ তথ্য:

  • Strong's: H795, G108