bn_tw/bible/names/joppa.md

1.9 KiB

যোপ্পা

ঘটনা

বাইবেলের সময়, যোপ্পা শহরটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সমুদ্র বন্দর, আর এটি ছিল ভূমধ্যসাগরের নিকটে , ও শ্যারনের দক্ষিনে ৷

  • পুরনো সেই যোপ্পার অবস্থান বর্তমানের যাফ্ফা শহরে, আর যেটা আজকের দিনে তেল অবিভ শহরের অন্তর্গত ৷
  • পুরাতন নিয়মে, যোপ্পা ছিল সেই শহর যেখানে যোনা একটি জাহাজ পায় ও তাতে করে তার্শিস এর পথে রওনা হয়েছিল ৷
  • নতুন নিয়মে, তাবিথা নামের একজন খ্রিষ্টান মহিলা যোপ্পাতে মারা যান, এবং পিতর তার প্রাণ ফিরিয়ে দেন ৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ হয়)

(অবশ্য দেখুন: সমুদ্র, যেরূশালেম, শ্যারন, তর্শীষ)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H3305, G2445