bn_tw/bible/names/mediterranean.md

2.3 KiB

সমুদ্র, মহাসমুদ্র, পশ্চিম সমুদ্র, ভুমধ্যসাগর

ঘটনা:

বাইবেলে, “মহা সমুদ্র” বা “পশ্চিম সমুদ্র” উল্লেখ করে যা এখন বলা হয় “ভুমধ্যসাগর,” যা ছিল বাইবেলকালীন লোকেদের জানা সব থেকে বড় জল দেহ |

  • ভুমধ্যসাগর ঘেরা: ইস্রায়েল (পূর্বে), ইউরোপ (উত্তর এবং পশ্চিম) এবং আফ্রিকা (দক্ষিনে)|
  • এই সমুদ্র খুব গুরুত্বপূর্ণ ছিল প্রাচীন কালে ব্যবসা এবং জাতায়াতের জন্য যেহেতু এটা অনেক দেশের সীমা হিসাবে রয়েছে | যে সমস্ত শহরগুলো এবং মানুষের দল এই সমুদ্রের উপকূলে অবস্থিত তারা খুব সমৃদ্ধশালী ছিল কারণ অন্য দেশ থেকে নৌকায় করে মাল আনা এটা কত সহজ ছিল|
  • যেহেতু মহাসমুদ্র ইস্রায়েলের পশ্চিমে অবস্থিত ছিল, এটা কখনো কখনো “পশ্চিমী সমুদ্র” বলের উল্লেখকরা হত |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: ইস্রায়েল,মানুষের দল,সমৃদ্ধি)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H314, H1419, H3220