bn_tw/bible/kt/arkofthecovenant.md

3.2 KiB

নিয়ম সিন্দুক, সদাপ্রভুর সিন্দুক

সংজ্ঞা :

এই শব্দটি উল্লেখ করে একটি বিশেষ কাঠের সিন্দুকের, সোনা দিয়ে মোড়া, যা ধারণ করছিল দুটি পাথরের ফলক যার উপরে দশ আজ্ঞা লেখা ছিল | এটা হারণের লাঠি এবং এক বয়াম মান্নাও ধারণ করছিল |

  • “সিন্দুক” শব্দটা এখানে এইভাবেও অনুবাদ করা যেতে পারে যেমন “বক্স” বা “সিন্দুক” বা “পাত্র |”
  • সিন্দুকের বস্তু গুলো ইস্রায়েলীয়দের মনে করিয়ে দিত ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তির কথা |
  • নীয়্ম সিন্দুক অবস্থিত ছিল “অতি পবিত্র স্থানে |”
  • ঈশ্বরের উপস্থিতি পবিত্র তাঁবুর অতি পবিত্র স্থানে নিয়ম সিন্দুকের উপরে ছিল, যেখানে তিনি মোশিকে ইস্রায়েলীয়দের হয়ে কথা বলেছিলেন |
  • সেই সময়ে নিয়ম সিন্দুক তাঁবুর অতি পবিত্র স্থানে ছিল, মহাযাজক ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সিন্দুকের কাছে যেতে পারতেন, বছরের একবার প্রায়শ্চিত্তের দিনে |
  • অনেক ইংরাজী সংস্করণ “চুক্তির বিধিকে” সোজাসুজি অনুবাদ করেন “সাক্ষ্য” হিসাবে |” এটি উল্লেখ করে সেই ঘটনার যা দশ আজ্ঞা ছিল একটি সাক্ষ্য বা ঈশ্বরের চুক্তি তাঁর লোকেদের সঙ্গে তার সাক্ষী | এটি “চুক্তির ব্যবস্থা” হিসাবেও অনুবাদ হয়েছে |

(এছাড়াও দেখুন : সিন্দুক, চুক্তি, প্রায়শ্চিত্ত, পবিত্র স্থান, সাক্ষ্য)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H727, H1285, H3068