bn_tw/bible/names/malachi.md

1.9 KiB

মালাখী

ঘটনা:

মালাখি যিহূদা রাজ্যে ঈশ্বরের ভাববাদীদের মধ্যে একজন ছিলেন। খ্রীষ্ট পৃথিবীতে জন্মানোর 500 বছর আগে তিনি ছিলেন |

  • মালাখি, বাবিলের বন্দিদশা থেকে ফিরে আসার পর ইস্রায়েলের মন্দির পূনঃর্নির্মাণ করার সময়কালে ভবিষ্যদ্বাণী করেছিলেন|
  • ইষা এবং নহিমিয় প্রায় একই সময় মালাখির সময়ে বেঁচে ছিলেন |
  • মালাখী পুস্তক পুরাতন নিয়মের শেষ বই |
  • অন্য সমস্ত পুরাতন নিয়মের ভাববাদীর মত, মালাখী লোকেদের আহ্বান করেছিলেন তাদের পাপ স্বীকার করার জন্য এবং সদাপ্রভুর উপাসনা করতে ফিরতে বলেছিলেন |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: ব্যবিলন, বন্দিদশা, ইষা, যিহুদা, নহিমিয়, ভাববাদী, অনুতাপ, ফেরা)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4401