bn_tw/bible/names/japheth.md

1.4 KiB

যেফত

ঘটনা:

নোহের তিন পুত্রের এক জন ছিল যেফত নেই ৷

  • যখন সমগ্র পৃথিবীতে মহা বন্যা আসে, যেফত এবং তার দুই ভাই নোহের সাথে জাহাজে ছিলেন, তাদের স্ত্রীদের সাথে ৷
  • নোহের ছেলেরা সাধারণ ভাবে এ রূপে নথিভুক্ত, “শেম, হাম এবং জেফত ৷ এটা দর্শায় যে যেফত ছিল ছোট ছেলে ৷

(অনুবাদ পরামর্শ: কি ভাবে নাম অনুবাদ করা যায়)

(দেখুন: জাহাজ, বন্যা, হাম, নোহ, শেম)

বাইবেল পদ:

শব্দ তথ্য:

  • Strong's: H3315