bn_tw/bible/names/shem.md

1.7 KiB

শেম

তথ্য:

শেম নোহর তিন পুত্রের মধ্যে একজন ছিলেন, যাদের সবাই তাঁর সঙ্গে জাহাজে গিয়েছিল, আদিপুস্তকের বইয়ে বিশ্বব্যাপী বন্যার কথা বলা হয়েছে.

  • শেম আব্রাহামের পূর্বপুরুষ এবং তার বংশধর ছিলেন.
  • শেমের বংশধরগণ "সেমা" নামে পরিচিত ছিলেন; তারা হিব্রু এবং আরবি মত "সেমা" ভাষায় কথা বলতেন.
  • বাইবেল ইঙ্গিত করে যে শেম প্রায় 600 বছর বেঁচে ছিলেন.

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: আব্রাহাম, আরব, জাহাজ, বন্যা, নোহ)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H8035, G4590