bn_tw/bible/names/hilkiah.md

1.7 KiB

হিল্কা

ঘটনা:

হিল্কা ছিল মহা যাজক যোশিয় রাজার সময় কালে৷

  • যখন মন্দিরের নির্মান হচ্ছিল, মহা যাজক হিল্কা ব্যাবস্থার পুস্তক খুঁজে পায় ও তা রাজা যোশিয়র কাছে আনতে বলেন৷
  • পরে তার সামনে পুস্তকটি পরা হয়, তিনি খুবই দুঃক্ষিত হন ও তার কারণে যিহুদার লোকেরা আবার সদাপ্রভুর অরাধনা করতে শুরু করেন ও বাধ্য হয়৷
  • হিল্কা নামের আরেকজন মানুষ ছিল তিনি ইলিয়াকীমের পুত্র এবং রাজা হিস্কিয়ের সময় কালে প্রাসাদে কর্মরত ছিলেন৷

(অনুবাদের পরামর্শগুলি: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: [ইলিয়াকীম[, হিস্কিয়, মহা যাজক, যোশিয়, যিহুদা, ব্যাবস্থা, আরাধনা, সদাপ্রভু)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H2518