bn_tw/bible/names/benjamin.md

2.0 KiB

বিন্যামিন, বিন্যামিনীয়, বিন্যামিনীয়গণ

প্রকৃত ঘটনা:

বিন্যামিন ছিল যাকোব এবং রাহেলের ছোট ছেলে | তার নামের অর্থ, “আমার ডান হাতের ছেলে |”

  • সে এবং তার বড় ভাই যোসেফ শুধুমাত্র রাহেলের ছেলে ছিল, যিনি মারা গেছিলেন বিন্যামিনের জন্মের পর |
  • বিন্যামিনের বংশধর ইস্রায়েলের বারো গোষ্ঠির এক গোষ্ঠী হয়ে ওঠে |
  • রাজা সৌল ছিল ইস্রায়েলের বিন্যামিন গোষ্ঠির থেকে |
  • প্রেরিত পৌলও বিন্যামিন গোষ্ঠির থেকে ছিল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: ইস্রায়েল, যাকোব, যোসেফ, পৌল, রাহেল, ইস্রায়েলের বারো গোষ্ঠি)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1144, G958