bn_tw/bible/names/beersheba.md

2.1 KiB

বের-শেবা

প্রকৃত ঘটনা :

পুরাতন নিয়মের সময়, বের-শেবা শহরটি যিরুশালেমের দক্ষিন-পশ্চিমের 45 মাইল দূরে মরুভূমি এলাকায় অবস্থিত ছিল যা এখন নেগেভ বলা হয় |

  • মরুভূমি পরিবেষ্ঠিত বের-শেবা ছিল জনবিহীন এলাকা যেখানে হাগার এবং ইশ্মায়েল ঘুরে বেড়াচ্ছিল আব্রাহামের তাঁবু থেকে তাদের তাড়িয়ে দেওয়ার পর |
  • এই শহরের নামের অর্থ হল “শপথের কুয়া |” এই নামটি দেওয়া হয়েছিল যখন আব্রাহাম শপথ করেছিলেন রাজা অবীমেলকের লোকেদের শাস্তি দেবেন না তাঁর একটি কুয়া দখল করার জন্য |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন : অবীমেলকে, আব্রাহাম, হাগার, ইশ্মায়েল, যিরুশালেমে, শপথ)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H884