bn_tw/bible/names/ishmael.md

3.6 KiB

ইসমাইল, ইসমাঈলী, ইসমাঈলী

ঘটনা :

ইসমাইল ছিলেন অব্রাহামের এবং মিশরিয় দাসী হাগারের পুত্র ইসমাইল নামে পুরাতন নিয়মে আরও অনেক অন্যান্য ব্যক্তি ছিলেন।

  • "ইশ্মায়েল" নামটির অর্থ "ঈশ্বর শোনেন."
  • ঈশ্বর অব্রাহামের পুত্র ইসমাঈলকে আশীর্বাদ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি ঈশ্বরের সাথে তাঁর চুক্তির প্রতিষ্ঠা করার প্রতিশ্রুত পুত্র ছিলেন না।
  • হাগার ও ইসমাইলকে যখন মরুভূমিতে পাঠানো হয়েছিল তখন ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন।
  • যখন পারান মরুভূমিতে ইশ্মায়েল বাস করতেন, তখন তিনি একটি মিশরীয় মহিলাকে বিয়ে করেছিলেন।
  • নথনিয়ের পুত্র ইসমাইল ছিলেন যিহূদার একজন সেনাপতি। তিনি একজন শাসনকর্তাকে হত্যা করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন, যাকে বাবিলের রাজা নবূখদ্নিৎসরকে নিযুক্ত করেছিলেন।
  • পুরাতন নিয়মে ইসমাঈল নামে আরও চারজন পুরুষও ছিল।

(আনুবাদ সম্পরকেঃ কি ভাবে নাম আনুবাদ করতে হই)

(দেখুন: আব্রাহাম, বাবিল, চুক্তি, মরুভূমি, মিশর, হাগার, ইসাহাক, নবূখদ্নিৎসর, পারান, সারাহ)

বাইবেল অনুছেদ

বাইবেলের কাহিনি থেকে উদাহারন

  • 05:02 সুতরাং অব্রাহাম হাগারকে বিবাহ করেন. হাগার এক শিশু পুত্রের জন্ম দেন, আর অব্রাহাম তার নাম রাখেন ইসমাইল.
  • 05:04 "আমি ইসমাইল কে এক মহান জাতিতে পরিনত করব, কিন্তু আমার চুক্তি থাকবে ইসহাকের সাথে"

শব্দ তথ্য:

  • Strong's: H3458, H3459