bn_tw/bible/names/hagar.md

2.5 KiB

হাগার

ঘটনা :

হাগার একজন ইব্রীয় স্ত্রী যিনি সারার দাসী ছিলেন।

  • যখন সারা সন্তান জন্ম দিতে অক্ষম, তিনিই হাগার কে তার স্বামী অব্রাহাম কে দিয়েছিলেন যেন তার থেকে সন্তান লাভ হয়।
  • হাগার অব্রাহামের জন্য পুত্র প্রসব করেছিলেন যার নাম ঈশ্মায়েল।
  • ঈশ্বর হাগার এর দিকে দেখেছিলেন যখন তিনি মরুভূমির মধ্যে ছিলেন সেই সময় ঈশ্বর তাকে প্রতিগ্গা করেছিলেন যে তার বংস কে আশির্বাদ করবেন।

(অনুবাদ প্রসঙ্গ: কি ভাবে নাম অনুবাদ করা যায়)

(আরো দেখো : অব্রাহাম, তার বংস, ঈশ্মায়েল, সারাহ, দাস

বাইবেল এর পদগুলি :

বাইবেলের গল্প গুলি থেকে উদাহরণ:

  • 05:01 অব্রাহামের স্ত্রী সারাহ এই কথা বলল “ঈশ্বর আমাকে অনুমতি দেননি যেন আমি তোমার জন্য পুত্র প্রসব করি এবং আমি এখন খুব বৃদ্ধ, এই দেখো আমার দাসী,-হাগার -। একে বিয়ে কর যেন তিনি তোমার জন্য সন্তান প্রসব করতে পারে ।
  • 05:02 হাগার একটি পুত্র সন্তান হলো, এবং অব্রাহাম নাম রাখল ঈশ্মায়েল।

শব্দ তথ্য:

  • Strong's: H1904