bn_tw/bible/names/abimelech.md

2.5 KiB

অবিমেলক

ঘটনাবলী:

কনান দেশা যখন আব্রাহাম ও ইসাক থাকত তখন অবিমালক একজন সংকীর্ণমনা রাজা গরার এ ছিলো

  • আব্রাহাম রাজা অবিমালক কে প্রতারিত করেছিল এই বলে যে সারা তার বোন যখন সে ছিলো তার বউ
  • আব্রাহাম এবং অবিমেলক কুও সংক্রান্ত মালিকানার চুক্তিপত্র বানালো বির্শেবায়
  • অনেক বছর পরে, ইসাকও অবিমেলক ও গরার এর অন্যান্য মানুষদের প্রতারিত করে এই বলে যে রেবেকা তার বোন, তার স্ত্রী নয়
  • রাজা অবিমেলক অব্রাহমকে তাড়িয়ে দেন,এবং পরে ইসাককেও, তাকে মিথ্যা বলার জন্নে
  • অবিমালোক নামে আর একজন গিদীয়ন এর পুত্র ছিলো এবং য়োথাম এর ভাই কিছু অনুবাদে হয়তো সামান্য অন্য ধরনরে বানান ব্যবহার করা হয়েছে নামের ক্ষেত্রে এটা বোঝাতে যে এরা বিভিন্ন মানুষ রাজা অবিমালোক থেকে

(অনুবাদ উল্লেখ : কি ভাবে নাম পরিবর্তন হয়)

(আরও দেখুন: বীরশেবা, গারার, গিদিয়োন, জোথাম, পলেষ্টীয়)

বাইবেল উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strong's: H40