bn_tw/bible/names/jotham.md

1.9 KiB

যোথাম

বর্ণনা:

পুরাতন নিয়মে, তিনজন যোথাম নামের লোক ছিল৷

  • একজন যোথাম নামের ছিলেন গিদিয়নের ছোট পুত্র ৷ যোথাম তার বড় ভাই অবিমেলেককে ধংশ করতে সাহায্য করেছিলেন, যে তার সব ভাইদের মেরে ফেলে৷
  • অন্যজন যোথাম নামের ছিলেন যে ষোল যিহুদাতে তার পিতা উষিয়র(অসরিয়) মৃত্যুর পর থেকে রাজ্য শাসন করেন৷
  • তার পিতর মতই তিনিও ছিলেন একজন ঈশ্বরের বাধ্য ও ভালো রাজা৷
  • যাইহোক, তিনি মূর্তি পূজার স্থানগুলির পরিবর্তন না করেই তিনি যিহুদাকে আবার ঈশ্বরের থেকে ফিরিয়ে আনেন৷
  • যোথাম অবশ্য একজন পূর্ব পুরুষ ও যার নাম মথি লিখিত সুসমাচার বইতে উল্লেখ আছে৷

(অবশ্য দেখুন: অবিমেলেক, আহস, গিদিয়ন, ঊষীয়)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3147