bn_tw/bible/names/gideon.md

5.6 KiB
Raw Permalink Blame History

গিদিয়োন

বিষয়বস্তু

গিদিয়োন একজন ইস্রায়েলীয় লোক ছিলেন যাকে ঈশ্বর উঠিয়েছিলেন ইস্রায়েল জাতিকে সত্রুদের হাত থেকে রক্ষা করা জন্য৷

  • সেই সময় যখন গিদিয়োন জীবিত ছিলেন, তখন একদল লোক ছিল যাদের মিদিয়নীয় বলা হত তারা অবিরত ইস্রায়েলীয়দের উপর আক্রমন করছিল এবং তাদের ফসল নষ্ঠ করছিল৷
  • যদিও গিদিয়োন ভীত ছিলেন, ঈশ্বর তাঁকে ইস্রায়েলীয়দের পরিচালনা করে মিদিয়নীয় বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করতে ব্যবহার করেছিলেন৷
  • গিদিয়োনও ঈশ্বরের বাধ্য হয়েছিলেন সেই ভণ্ড বাল দেবতা ও আশেরার বেদী ধ্বংস করে দিয়ে৷
  • তিনি শুধুমাত্র লোকদের তাঁর সত্রুদের পরাজিত করার জন্য পরিচালনাই করেন নি তিনি তাদের একমাত্র সত্য ঈশ্বর সদাপ্রভুরও আরাধনা করার জন্যও উত্সাহ দিয়েছেন৷

(অনুবাদের আভাস: কেমনভাবে নামের অনুবাদ করা হয়েছে)

(একই সঙ্গে দেখুন: বাল, আশেরা, উদ্ধার, মিদিয়ন, সদাপ্রভু)

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 16:05 সদাপ্রভুর একজন স্বর্গদূত--- গিদিয়োনের কাছে এলেন---এবং বললেন, “হে বীর যোদ্ধা ঈশ্বর তোমার সঙ্গে আছেন৷ গিদিয়োন যাও এবং ইস্রায়েলকে মিদিয়নীদের কাছ থেকে রক্ষা কর৷”
  • 16:06 গিদিয়োনের বাবারও একটি বেদী ছিল যেটা একটি মূর্তির উদ্দেশ্য উত্সর্গ করা হয়েছিল৷ ঈশ্বর---- গিদিয়োনকে বললেন----- সেই বেদীটিকে কেটে টুকরো টুকরো করতে৷
  • 16:08 তাদের (মিদিয়নীদের) এত লোক সেখানে ছিল যে তাদের গোনা যায় না৷--- গিদিয়োন---সমস্ত ইস্রায়েলীয়দের একসঙ্গে ডাকলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য৷
  • 16:08 গিদিয়োন---সমস্ত ইস্রায়েলীয়দের একসঙ্গে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডাকলেন৷---- গিদিয়োন---- ঈশ্বরের কাছে দুটি চিহ্ন চেয়েছিলেন যাতে তিনি নিশ্চিত হতে পারেন যে সত্যিই ঈশ্বর তাঁকে ইস্রায়েল জাতিকে রক্ষা করার জন্য ব্যবহার করবেন৷
  • 16:10 ৩২, ইস্রায়েলীয় সৈন্য---- গিদিয়োনের কাছে উপস্থিত হল----, কিন্তু ঈশ্বর তাঁকে বললেন এ অনেক বেশি৷
  • 16:12 তখন---- গিদিয়োন---তাঁর সৈন্যদের কাছে গেলেন এবং তাদের প্রত্যেককে একটি করে শিঙ্গা, একটি মাটির পাত্র এবং একটি মশাল দিলেন৷
  • 16:15 সেই সমস্ত লোকেরা গিদিয়োনকে তাদের রাজা বানাতে চাইল৷
  • 16:16 তখন--- গিদিয়োন----সেই সমস্ত সোনা নিয়ে এক বিশেষ পোশাক তৈরী করলেন যা মহা যাজক ব্যবহার করে থাকেন৷ কিন্তু লোকেরা সেই বস্তুটিকে একটি মূর্তির মত করে আরাধনা করতে শুরু করে দেয়৷

শব্দ তথ্য:

  • Strong's: H1439, H1441