bn_tw/bible/names/midian.md

3.8 KiB

মিদিয়ন, মিদিয়নীয়, মিদিয়নীয়রা

ঘটনা:

মিদিয়ন ছিল আব্রাহামের এবং তাঁর স্ত্রীর কটূরা ছেলে | এটা একটা মানুষের দলের নাম ছিল এবং অঞ্চলটা অবস্থিত উত্তর-আরবের মরুভূমিতে কনান দেশের দক্ষিনে | সেই দলের লোকেদের বলে হত “মিদিয়নীয় |”

  • যখন মোশি প্রথম মিশর ছাড়েন, তিনি মিদিয়ন প্রদেশে গিয়েছিলেন যেখানে তাঁর জিথ্রোর মেয়েদের সঙ্গে দেখা হয় এবং তাদের সাহায্য করেন তাদের মেষেদের জল খায়ানোর জন্য | পরে মোশি জিথ্রোর এক মেয়েকে বিয়ে করেন |
  • একদল মিদিয়নীয় দাস ব্যবসায়ীদের দ্বারা যোসেফকে মিশর দেশে নিয়ে যাওয়া হয়|
  • অনেক বছর পর মিদিয়নীয়রা কনান দেশে ইস্রায়েলীয়দের আক্রমন করে এবং লুঠ করে | গিদিয়ন ইস্রায়েলীয়দের নেত্রীত্বদেন তাদের পরাজিত করার জন্য |
  • আধুনিক দিনের অনেক আরবীয় গোষ্ঠী হল এই দলের বংশধর |

(এছাড়াও দেখুন: আরবীয়,মিশর,একপাল,গিদিয়ন,জিথ্রো,মোশি)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 16:03 কিন্তু তারপর লোকেরা ঈশ্বরের বিষয় ভুলে গেল এবং মূর্তি পূজা শুরু করল | তাই ঈশ্বর মিদিয়নীয়দের ন্যস্ত করলেন, একটা কাছের শত্রু দলকে, তাদের হারানোর জন্য |
  • 16:04 ইস্রায়েলিয়রা প্রচন্ড ভয় পেয়ে ছিল, তারা ঘুহায় লুকিয়ে ছিল যাতে মিদিয়নীয়রা তাদের খুঁজে না পায় |
  • 16:11 সেই লোকের বন্ধু বলল, “এই স্বপ্নের অর্থ হল যে গিদিয়নের সৈন্য মিদিয়নীয় সৈন্যদের হারিয়ে দেবে |”
  • 16:14 ঈশ্বর মিদিয়নীয়দের বিভ্রান্ত করে দিয়ে ছিলেন, যাতে তারা একে অপরকে আক্রমন করে এবং হত্যা করে |

শব্দ তথ্য:

  • Strong's: H4080, H4084, H4092