bn_tw/bible/names/jethro.md

3.2 KiB

যিথ্রো, রূয়েল

ঘটনা

“যিথ্রো” এবং “রূয়েল” এই নাম দুটিই মোশির স্ত্রী সিপপোরার পিতার নাম ৷ পুরাতন নিয়মে আরো দুজন ব্যক্তির নাম আছে “রূয়েল ৷”

  • যখন মোশি মিদিয়নীয়তে মেষ পালক ছিলেন, তখন তিনি এক মিদিয়নীয় রূয়েল নামক এক লোকের মেয়েকে বিয়ে করেন ৷
  • পরে রূয়েল থেকে “যিথ্রো, হয় যে মিদিয়নীয়র একজন যাজক” হতে পরে যে “রূয়েল” ছিল তার জাতির নাম ৷
  • যখন ঝোপের আগুনের মধ্য থেকে ঈশ্বর কথা বললেন, সেই সময় মোশি যিথ্রোর ভেঁড়াগুলি চরাচ্ছিল ৷
  • কিছুদিন পর, ঈশ্বর যখন ইস্রায়েলীয়দের মিশর থেকে উদ্ধার করেন, যিথ্রো তখন প্রান্তরে ইস্রায়েলীয়দের কাছে আসেন এবং মোশিকে কিছু উপদেশ দেন লোকেদের প্রতি বিচার সংক্রান্ত ৷
  • তিনি ঈশ্বরে বিশ্বাস করলেন যখন শুনলেন যে ঈশ্বর মিশরে ইস্রায়েলিয়দেরজন্য অনেক আশ্চর্য কাজ করেছেন ৷
  • এষৌর এক পুত্রের নাম ও ছিল রূয়েল ৷
  • অন্য একজন রূয়েলের নাম ও উল্লেখ করা হয়েছে ইস্রেলিয়দের বংশ তালিকায় যে কিনা বাবিলের বন্দিত্বের শেষে যিহুদিয়াতে পুনরায় বসতি স্থাপন করে ৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: বন্দিত্ব, জাতি, মরু অঞ্চল, মিশর, এষৌ, আশ্চর্য্য কাজ, মোশি, মরু অঞ্চল)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3503, H7467