bn_tw/bible/names/gerar.md

1.5 KiB

গরার

বিষয়বস্তু

​গরার ছিল কনানের একটি শহর ও প্রদেশ, এটি হেব্র্রনের দক্ষিন-পশ্চিমে ও বেরশেবার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ছিল৷

  • যখন অব্রাহাম ও সারা সেখানে বসবাসের জন্য গিয়েছিলেন তখন গরারের শাসনকর্তা ছিলেন রাজা অবীমেলক৷
  • যখন ইস্রায়েলীয়রা কনান দেশে বসবাস করছিল তখন পলেস্টিয়রা গরার প্রদেশের উপর রাজত্ব করত৷

(অনুবাদের আভাস: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(দেখুন: অবীমেলক, বেরশেবা, হেব্র্রন, পলেস্টিয়)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1642