bn_tw/bible/names/hebron.md

1.8 KiB

হিব্রোণ

ঘটনা:

হিব্রোণ ছিল একটি শহর যা উচ্চ, পাথুরে পাহাড়ের 20 মাইল দক্ষিনে যেরূশালেমে অবস্থিত৷

  • এই শহরটি আনুমানিক 2000 BC অব্রামের সময়ে তৈরী হয়েছিল৷ এর নাম বহুবার পুরাতন নিয়মে ঐতিহাসিক ভাবে উল্লেখ করা হয়েছিল৷
  • হিব্রোণ ছিল রাজা দায়ূদের জীবনে এক বিশেষ গুরুত্বপূর্ণ৷ তার অনেক পুত্রের জন্ম এমন কি অবশালোমের জন্মও এখানেই হয়েছিল
  • এই শহরটি রোমীয়দের দ্বারা 70 AD তে ধংশ করা হয়েছিল৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: অব্শালম)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H2275, H2276, H5683