bn_tw/bible/names/absalom.md

2.3 KiB

অবশালোম

ঘটনাবলী:

অবশালোম রাজা দাউদ এর তৃতীয় সন্তান ছিলেন সে তার সুদর্শন চেহারা এবং অগ্নিসদৃশ মেজাজএর জন্যে পরিচিত ছিলো

  • যখন অবশালোম এর বোন তমার তাদের সৎ ভাইএর দ্বারা ধর্ষিত হয়,অম্নোন , অবশালোম তখন পরিকল্পনা করে অম্নোনকে হত্যা করার
  • অম্নোনকে হত্যা করার পর, অবশালোম এলাকা ছেড়ে পালিয়া যায় গশূরে (যেখানে তার মা ছিলো) এবং তিন বত্সর সেখানে ছিলো তখন রাজা দাউদ তাকে জেরুসালেমে আনতে পাঠালেন, কিন্তু দুই বত্সর তার সামনে আসার অনুমতি দিলেন না

অবশালোম দাউদএর বিরুধ্যে কিছু মানুষ নিয়ে ঘুরে দাড়ায় এবং তার বিরুধ্যে বিদ্রোহের নেতৃত্ব দেন দাউদ এর সেনা অবশালোমএর বিরুধ্যে যুধ্য করেছিল এবং তাকে হত্যা করে দাউদ খুব মন:ক্ষুণ্ণ ছিলো যখন এটি ঘটে

(অনুবাদপরামর্শ: কি ভাবে নাম অনুবাদ হয়)

(See also: Geshur, Amnon)

বাইবেল উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strong's: H53