bn_tw/bible/names/geshur.md

1.5 KiB

গশূর

সংজ্ঞা

রাজা দায়ূদের সময়, গশূর একটি ছোট রাজ্য ছিল যা গালীল সমুদ্রের পূর্বদিকে ও ইস্রায়েল এবং অরাম দেশের মাঝখানে অবস্থিত ছিল৷

  • রাজা দায়ূদ মাখাকে বিয়ে করেছিলেন, যিনি গশূরের রাজার মেয়ে ছিলেন এবং তিনি অবশালমকে তাঁর জন্য প্রসব করেছিলেন৷
  • অবশালেম তার সৎ ভাই অম্ননকে হত্যা করার পর, সে যেরুশালেমের উত্তর-পূর্বদিকে গশূরে পালিয়েগিয়েছিল, যা প্রায় ১৪০ কিলোমিটার দূরে ছিল৷ সে সেই জায়গায় প্রায় ৩ 3 বছর ছিল৷

(দেখুন, অম্মন অরাম, গালীল সমুদ্র)

বাইবেলের পদ:

শব্দ তথ্য:

  • Strong's: H1650