bn_tw/bible/names/aram.md

3.1 KiB

অরাম, অরামীয়, অরামীয় লোক, অরামিক

সংজ্ঞা :

“ অরাম” পুরাতন নিয়মে দুজন লোকের নাম ছিল | এটা ছিল কনানের উত্তর-পূর্ব অঞ্চলেরও নাম, যেখানে আধুনিক দিনের সিরিয়া অবস্থিত |

  • অরামে অবস্থিত লোকেরা হয়েগেছে “অরামীয় লোক” এবং কথা বলেন অরামিক ভাষায় | যীশু এবং তাঁর সময়ের অন্য যিহুদীরা অরামিক ভাষায় কথা বলতেন |
  • শেমের একটি ছেলের নাম ছিল অরাম | আরেকজন লোকের নাম অরাম, সে ছিল রেবেকার মামাতো ভাই | এটা সম্ভাবনীয় যে অরাম অঞ্চল নামটা এই দুজনার একজনের নাম থেকেই এসেছিল |
  • অরাম পরে পরিচিত হয় গ্রীক নাম “সিরিয়া” বলে |
  • “পদ্দান অরাম” শব্দটার মানে “অরামের সমভূমি” এবং এই সমভূমি অরামের উত্তরে ভাগে অবস্থিত ছিল |
  • আব্রাহামের কিছু আত্মীয় হারন সরে বাস করত, যা “পদ্দান আরামে” অবস্থিত ছিল |
  • পুরাতন নিয়মে, কিছুসময়ে “অরাম” এবং “পদ্দান অরাম” একই অঞ্চলকে উল্লেখ করে |
  • “ অরাম নাহারিম” হয়তো মানে “অরামের দুটো নদী |” এই অঞ্চলটি মেসোপটেমিয়ার উত্তর অংশে এবং “পদ্দান অরামের” পূর্বে অবস্থিত ছিল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন : মেসোপটেমিয়া, পদ্দান অরাম, রেবেকা, শেম, সিরিয়া)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H758, H763, G689