bn_tw/bible/names/mesopotamia.md

1.9 KiB

মিসপতামিয়া, অরাম-নহরয়িম

ঘটনা:

মিসপতামিয়া টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যের একটা জায়গা | এটার অবস্থান হল বর্তমানের ইরাক দেশের অঞ্চল |

  • পুরাতন নিয়মে, এই অঞ্চলকে বলা হয় অরাম-নহরয়িম |
  • “মিসপতামিয়া” শব্দটার অর্থ হল দুই নদীর মধ্যে | “অরাম-নহরয়িম” শব্দাংশটা র অর্থ “অরামের দুই নদী |
  • আব্রাহাম মিসপতামিয়ার উর শহরে বাস করতেন এবং কনান দেশে যাওয়ার আগে হরণে ছিলেন |
  • ব্যবিলন ছিল মিসপতামিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ শহর |
  • একটা অঞ্চল বলা হত “কলদিয়া” এটাও মিসপতামিয়ার অংশ ছিল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: অরাম,ব্যবিলন,কলদিয়া,ইউফ্রেটিস নদী)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H763, G3318